আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ভিত্তিতে রাজ্যপালের সম্মতি ছাড়াই তামিলনাড়ুর ১০টি বিল আইনে পরিণত হয়েছে। এই বিলগুলি ২০২০ সাল থেকে দু’বার করে রাজ্য সরকার পাস করলেও রাজ্যপাল আর এন রবি অনুমোদন দেননি। তবে সর্বোচ্চ আদালত তাঁর ‘অনুমোদন স্থগিত রাখা’কে বেআইনি ঘোষণা করে জানায়, তিনি একবার সম্মতি না দিলে পরে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন না।
বিচারপতি এসবি পারদিওয়ালা ও আর মাহাদেবনের বেঞ্চ নির্দেশ দেয়, “এই বিলগুলি পুনরায় পেশ করার দিন থেকেই আইনে পরিণত হয়েছে বলে গণ্য হবে।” ২০২৩ সালের ১৮ নভেম্বর রাজ্য গেজেট জারির মাধ্যমে আইনি বৈধতা দেওয়া হয়।
এই বিলগুলির মধ্যে অন্যতম হলো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত আইন, যা রাজ্যপালের ক্ষমতা কমায়। এই নিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান ঘটল আদালতের রায়ে।
প্রধানমন্ত্রী এম কে স্টালিন রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন এবং বলেন, “এটি ভারতের সব রাজ্যের জন্য এক বিশাল জয়।” আদালত আরও জানায়, সংবিধানের ২০০ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের তিনটি বিকল্প থাকে—অনুমোদন দেওয়া, না দেওয়া অথবা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠানো—তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তা করতে হবে, না হলে বিচার বিভাগীয় হস্তক্ষেপ হতে পারে।
